অমুসলিম হলে কি রুকইয়াহ করতে পারবে? কিভাবে করবে?

জ্বি, রুকইয়াহ সবাই করতে পারবে। মুসলিম/অমুসলিম কোনো ভেদাভেদ নেই এখানে। মুসলিমরা যেভাবে রুকইয়াহ করে, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-অন্যরাও সেভাবেই কর...

Search This Blog

Friday, April 19, 2019

বদনজরের রুকইয়াহর আয়াতের তালিকা

আয়াত তেলাওয়াত করা সর্বোত্তম। মুখস্থ তেলাওয়াত করতে হবে এমন কোন শর্ত নেই। কুরআন শরীফ থেকে দেখে তেলাওয়াত করতে পারবেন। প্রতিদিন দুই ঘন্টা তেলাওয়াত করা উচিত। 

আয়াতের তালিকাঃ 

১। সুরা ফাতিহা

২। সুরা বাকারা। আয়াত নং- ৫, ১৭, ১৮, ১৯, ২০, ৫০, ৫৫, ৬০, ৬৯, ৭৬, ১০৫, ১০৯, ২৪৭, ২৫৫, ২৬৯, ২৮৫, ২৮৬। 

৩। সুরা আলে ইমরান। আয়াত নং- ১৩, ১৪, ২৬, ২৭, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ১১৮, ১১৯, ১২০, ১৬৯, ১৭০, ১৭১, ১৭২, ১৭৩, ১৭৪, ১৮৬। 

৪। সুরা আন-নিসা। আয়াত নং- ২৭, ৩২, ৫৩, ৫৪, ৭৩, ১০৮, ১১৩, ১৪১।

৫। সূরা মায়েদা। আয়াত নং- ৪৫, ৭৩। 

৬। সুরা আনআম। আয়াত নং- ৩৩, ৫৩, ৯৩, ১০৩, ১১০, ১৩৯, ১৬৫। 

৭। সুরা আরাফ। আয়াত নং- ৪৩, ১০৮, ১১৬, ১৭৯, ১৯৫, ১৯৮। 

৮। সুরা আনফাল। আয়াত নং- ৬, ৪৪, ৫৩। 

৯। সুরা তওবা। আয়াত নং- ৮, ৫০, ৫১, ৫৫, ৯২, ৯৮, ১২৭, ১২৮, ১২৯। 

১০। সুরা ইউনুস। আয়াত নং- ৪৩, ১০১, ১০৭।

১১। সুরা হুদ। আয়াত নং- ৫, ৩১।

১২। সুরা ইউসুফ। আয়াত নং- ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১৮, ২১, ৩১, ৩৮, ৪৬, ৬৮, ৬৯, ৭৭, ৮৪, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৯, ১০০।

১৩। সুরা রা'দ। আয়াত নং- ৫।

১৪। সুরা হিজর। আয়াত নং- ১৬, ১৭, ৫১, ৫২, ৮৮। 

১৫। সুরা নাহল। আয়াত নং- ৬, ১৮, ৫৩, ৭১। 

১৬। সুরা আল ইসরা (বনী ইসরাঈল)। আয়াত নং- ২০, ২১, ৭৬। 

১৭। সুরা কাহাফ। আয়াত নং- ৫, ১৯, ২৮, ৩৫, ৩৯, ৪০, ৪১, ৪৬, ৮২, ৮৬।

১৮। সুরা ত্বহা। আয়াত নং- ৫৯, ১৩১।

১৯। সুরা আম্বিয়া। আয়াত নং- ১৮, ৬১, ৯৬, ১১২। 

২০। সুরা হজ্জ্ব। আয়াত নং- ১৫, ৭২। 

২১। সুরা মু'মিনুন। আয়াত নং- ৯১, ৯৬। 

২২। সুরা নুর। আয়াত নং- ৩০, ৩১, ৩৮। 

২৩। সুরা ফুরকান। আয়াত নং- ৪১, ৭৪।

২৪। সুরা শু'আরা। আয়াত নং- ২১৮।

২৫। সুরা নামল। আয়াত নং- ১০, ১৫, ১৬, ১৯, ২৩, ২৭, ২৮, ৩৩, ৩৫, ৪০, ৪৪।

২৬। সুরা কাসাস। আয়াত নং- ১৩, ৬০, ৭৬, ৭৯, ৮০, ৮১, ৮২, ৮৩। 

২৭। সুরা আহযাব। আয়াত নং- ১৯, ৫১, ৫২। 

২৮। সুরা ইয়াসিন। আয়াত নং- ৯, ৬৬। 

২৯। সুরা সফফাত। আয়াত নং- ১৯, ৪৬, ৫৭, ৮৮, ১৭৮, ১৭৯, ১৮০। 

৩০। সুরা যুমার। আয়াত নং- ৬৮। 

৩১। সুরা মু'মিন। আয়াত নং- ১৯, ২৫। 

৩২। সুরা শু'রা। আয়াত নং- ১২, ২৭, ৪৫। 

৩৩। সুরা আয-যুখরুফ। আয়াত নং- ৩১, ৩২, ৭১, ৮০।

৩৪। সুরা মুহাম্মাদ। আয়াত নং- ২০, ২৯, ৩০।

৩৫। সুরা ফাতাহ। আয়াত নং- ১৫।

৩৬। সুরা হুজুরাত। আয়াত নং- ১১, ১২। 

৩৭। সুরা ক্বফ। আয়াত নং- ৬। 

৩৮। সুরা আযযারিয়াত। আয়াত নং- ৪৪।

৩৯। সুরা তুর। আয়াত নং- ৪৮। 

৪০। সুরা ক্বামার। আয়াত নং- ৮, ১২, ৩৫, ৩৭।

৪১। সুরা আর রাহমান। আয়াত নং- ৩৭, ৫০, ৭০।

৪২। সুরা ওয়াক্বিয়াহ। আয়াত নং- ৮৩, ৮৪। 

৪৩। সুরা হাদিদ। আয়াত নং- ২০, ২৯।

৪৪। সুরা হাশর। আয়াত নং- ৯, ১০, ১৮।

৪৫। সুরা মুমতাহিনা। আয়াত নং- ২।

৪৬। সুরা মুনাফিকুন। আয়াত নং- ৪। 

৪৭। সুরা মুলক। আয়াত নং- ৩, ৪, ২৮।

৪৮। সুরা ক্বলম। আয়াত নং- ৯, ১০, ১১, ১২, ২৬, ২৭, ৪৯, ৫০, ৫১, ৫২।

৪৯। সুরা মুদ্দাস্‌সির। আয়াত নং- ২১, ২২। 

৫০। সুরা ক্বিয়ামাহ। আয়াত নং- ২২ ২৩, ২৪, ২৫।

৫১। সুরা দাহর (ইনসান)। আয়াত নং- ১৯। 

৫২। সুরা নাবা। আয়াত নং- ৪০। 

৫৩। সুরা নাযিয়াত। আয়াত নং- ৪৬। 

৫৪। সুরা আবাসা। আয়াত নং- ২৩। 

৫৫। সুরা আল ইনশিকাক। আয়াত নং- ৯, ১৩।

৫৬। সুরা গাশিয়া। আয়াত নং- ১২। 

৫৭। সুরা আল ফাজর। আয়াত নং- ১৫, ১৬।

৫৮। সুরা বালাদ। আয়াত নং- ৮, ৯।

৫৯। সুরা আশ শামস। আয়াত নং- ৮, ৯, ১০।

৬০। সুরা আদ্‌-দুহা।

৬১। সুরা হুমাযাহ।

৬২। সুরা আল কাওসার।

৬৩। সুরা নাসর।

৬৪। সুরা লাহাব। 

৬৫। সুরা ইখলাস।

৬৬। সুরা ফালাক।

৬৭। সুরা নাস