This Page is Under Development!
সাধারন প্রশ্ন
১। রুকইয়াহর অডিও কখন এবং কতক্ষন শুনতে হবে?
উত্তরঃ নির্দিষ্ট কোন সময় নেই। একটানা ৪০-৪৫ মিনিট শুনতে পারবেন এমন সময় শুনবেন। দিনে কমপক্ষে দুই আড়াই ঘণ্টা শোনা উচিত।
২। অডীও শোনার সময় কোন কাজ করা যাবে?
উত্তরঃ কাজ করতে গেলে অডিওতে মনোযোগ থাকবে না। মনোযোগ দিয়ে না শুনলে ফায়দা কম পাবেন। আল্লাহই ভাল জানেন।
৩। হেডফোনে শোনা যাবে?
উত্তরঃ যাবে।
৪। শোনার সময় অযু করা লাগবে?
উত্তরঃ লাগবে না। তবে করলে ভাল।
৫। শোনার সময় যদি অন্য কেউ শুনতে থাকে তাহলে সমস্যা হবে?
উত্তরঃ আল্লাহই ভাল জানেন। যদি তার কোন প্রবলেম থাকে তাহলে ইফেক্ট পড়তে পারে। এই কারনে হেডফোনে শোনার কথা আমি সাজেস্ট করি।
৬। তেলাওয়াত করা ভাল নাকি অডিও শোনা?
উত্তরঃ নিজে নিজে তেলাওয়াত করা সর্বোত্তম। অডিও শোনা দুর্বল বিকল্প মাত্র।
৭। পিরিয়ড চলাকালীন সময়ে অডিও শোনা যাবে?
উত্তরঃ যাবে। কোন অসুবিধা নেই।
৮। অন্যকেউ আমার জন্য নিয়ত করে অডিও শুনলে হবে?
উত্তরঃ হবে। কিন্তু এটা খুবই দুর্বল বিকল্প এবং রিকমেন্ডেড নয়। নিজের রুকইয়াহ নিজেই করা উচিত।
৯। রুকইয়াহ করলে আমি সুস্থ হব?
উত্তরঃ আল্লাহ তায়ালা যদি চান তাহলে সুস্থ হবেন, না চাইলে কিছুই হবে না। কাজেই আল্লাহর সাহায্য চাওয়া জরুরী। আল্লাহ সর্বশক্তিমান, সব কিছুই তাঁর হাতে।
১০। রুকইয়াহ এবং ডিটক্স একসাথে করা যাবে?
উত্তরঃডিটক্স চলার সময় রুকইয়াহ তেলাওয়াত বা কোন রুকইয়াহর রেকর্ডিং শুনতে পারেন। এর বেশি কিছু প্রয়োজন হবে না।
১১। এমনি এমনি রুকইয়াহর রেকর্ডিং শোনা যাবে?
উত্তরঃ না শোনাই ভাল উচিত। এটাতো চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়। আপনার কুরআন তেলাওয়াত শোনার ইচ্ছা থাকলে quranicaudio.com থেকে ঘুড়ে আসতে পারেন।
১২। রুকইয়াহর গোসলের পানি তৈরি করে রেখে দিয়ে কয়েক ঘন্টা পর গোসল করা যাবে?
উত্তরঃ যাবে।
১৩। রাতের বেলা বার বার বোবায় ধরা কি জিনের লক্ষন?
উত্তরঃ জ্বি, জিনের লক্ষনগুলো মধ্যে এটা একটা।
১৪। জিন কি কি প্রানীর রূপ ধরে সাধারনত?
উত্তরঃ সাপ, ইদুর, কুকুর, বিড়াল, কাক ইত্যাদি। এইগুলো কমন। এমনিতে অন্য প্রাণিদেরও ধরতে পারে।
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
বদনজর বিষয়ক
১। অযুর পানি নেবার সময় কি কুলির পানি নিতে হবে?
উত্তর: নিলেও হবে, না নিলেও হবে। বাধ্যবাধকতা নেই।
২। নজর লাগা প্রতিরোধে কপালে যে কালো টিপ দেয়া হয় তা কতটুকু শরীয়ত সম্মত?
উত্তরঃ এর কোন শরঈ ভিত্তি নেই। প্রচলিত কুসংস্কার এগুলো।
৩। বাচ্চাদের কি বাবা-মায়ের নজর লাগে?
উত্তরঃ এটাও প্রচলিত কথা যে, বাবা-মার নজর বাচ্চাদের লাগে না। এর স্বপক্ষে কোন প্রমান পাওয়া যায় নি।
৪। পিরিয়ডের সময় রুকইয়াহ করা যায়?
উত্তরঃ যায়। পিরিয়ডের সময় রেকর্ডিং শুনতে পারবেন, পড়া পানি খেতে ও পড়া পানি দিয়ে গোসল করতে পারবেন। যদি পানি পড়তে হয় তাহলে অন্য কেউ পড়ে দিবে। আপনি শুধু ব্যবহার করবেন।
৫। উচ্চারন শুদ্ধ না হলে কিভাবে রুকইয়াহ করব?
উত্তরঃ যার উচ্চারন শুদ্ধ তার হেল্প নিবেন। পানি পড়িয়ে আনবেন, শেষ হয়ে গেলে আবার পড়িয়ে আনবেন। সে আয়াতসমূহ তেলাওয়াত করে দিবে, আপনি রেকর্ড করে নিবেন। সেই রেকর্ড শুনবেন।
তবে একজন মুসলিম হিসেবে শুদ্ধভাবে কুরআন পড়তে পারা খুব জরুরী। দ্রুত শিখে নিন।
৬।
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
যাদু বিষয়ক
১। যাদু কে করেছে সেটা জানার উপায় আছে?
উত্তরঃ নেই। বৈধ কোন পদ্ধতি আছে বলে জানা নেই। আর রুকইয়াহ করার জন্য কে যাদু করেছে জানার দরকার পড়ে না।
২। কেউ খাবারের মধ্যে কিছু মিশিয়ে দিলে সেটা কি করতে হবে?
উত্তরঃ আপনি যদি নিশ্চিত হন যে কিছু মিশিয়ে দিয়েছে যেটা আপনাদের ক্ষতি করার জন্য তাহলে সেটা খাবেন না। ফেলে দিবেন। আর যদি কেবল সন্দেহ হয়ে থাকে তাহলে কয়েকবার "বিসমিল্লাহ হিল্লাযি লা ইয়া দুররু মা আসমিহি শাইউন ফিল আরদি অলা ফিস সামায়ি ওয়া হুয়াস সামিউল আলীম" কয়েকবার পড়ে খাবারে ফু দিয়ে নিবেন। ইন শা আল্লাহ কিছুই হবে না।
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
উত্তরঃ
No comments:
Post a Comment