অমুসলিম হলে কি রুকইয়াহ করতে পারবে? কিভাবে করবে?

জ্বি, রুকইয়াহ সবাই করতে পারবে। মুসলিম/অমুসলিম কোনো ভেদাভেদ নেই এখানে। মুসলিমরা যেভাবে রুকইয়াহ করে, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-অন্যরাও সেভাবেই কর...

Search This Blog

Tuesday, April 23, 2019

শয়তান থেকে সুরক্ষার সহজ কিছু আমল

মুহাম্মাদ তিম হাম্বলের লেখা থেকে এই পোস্টটি তৈরি করা হল। ইন শা আল্লাহ উপকারে আসবে।

আমল করার জন্য নিচের বিষয়গুলো গুলো শিখে নেয়া দরকারঃ

১। বিসমিল্লাহ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

অর্থঃ অতিশয় দয়ালু আল্লাহর নামে


২। সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস

"بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ"


"قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ"    

"اللَّهُ الصَّمَدُ"

 لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ"

وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ" 


بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ

مِن شَرِّ مَا خَلَقَ

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ



ِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

مَلِكِ النَّاسِ

إِلَهِ النَّاسِ

مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ


৩। আয়াতুল কুরসী 

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ" 

৪। টয়েলেট প্রবেশের পূর্বে দুআ

'اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ



৫। ঘর থেকে বের হবার আগের দুআ'
بِسْمِ اللهِ ، تَوَكَّلْتُ عَلَى اللهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ

৬। নতুন কোন জায়গায় গেলে পড়ার দুআ' 

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

৭। এই দুআ' টি তিনবার

بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ 

৮। আর এই দুআ' টি
لَا إِلَهَ إِلَّا اللهُ ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ، يُحْيِي وَيُمِيتُ ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
উচ্চারনের জন্য এখানে ক্লিক করুন 

এখন প্রশ্ন হলে এই আমলগুলো কখন কিভাবে করতে হবে? 

১ নং টি ঘরে প্রবেশের পূর্বে এবং কোন কিছু খাওয়ার আগে। 

২ নং টি ফজরের নামাযের পর এবং আসর বা মাগরিবের নামাযের পর প্রতিটা ৩ বার করে। 

৩ নং টি প্রত্যেক ফরজ সালাতের পর এবং রাতে ঘুমানোর আগে। 

৪ নং টি প্রতিবার টয়েলেটে প্রবেশের পূর্বে। 

৫ নং টি ঘর থেকে বের হবার পূর্ব মুহূর্তে।

৬ নং টি কোথাও গেলে। এমন কোন জায়গায় গেলে যেখানে আপাত দৃষ্টিতে কাউকে দেখা যাচ্ছে না, বাইরে কোথাও বসার সময়, গাড়ি থেকে নামার সময়- ইত্যাদি। 

৭ নং টি ৩ বার করে পড়তে হবে ফজরের পর এবং ৩ বার করে আসর বা মাগরিবের পর। 

৮ নং টি ফজরের সালাতের পর ১০ বার এবং মাগরিবের সালাতের পর ১০ বার। 

এছাড়া ঘুমের আগে অযু করে আয়াতুল কুরসী, সুরা বাকারার শেষ দুই আয়াত, সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস একবার করে পড়ে দুই হাতের তালুতে ফুঁ দিয়ে সারা গায়ে বুলিয়ে নিতে হবে। এই আমল একবার করাই যথেষ্ঠ। এরপর বিছানা থেকে উঠলেও বা অযু নষ্ট হলেও আর করতে হবে না। 

ইন শা আল্লাহ শয়তান আক্রমন করতে পারবে না।