অমুসলিম হলে কি রুকইয়াহ করতে পারবে? কিভাবে করবে?

জ্বি, রুকইয়াহ সবাই করতে পারবে। মুসলিম/অমুসলিম কোনো ভেদাভেদ নেই এখানে। মুসলিমরা যেভাবে রুকইয়াহ করে, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-অন্যরাও সেভাবেই কর...

Search This Blog

Sunday, April 14, 2019

হাটুর ব্যথা


শীতকাল আসলে দৌড়-ঝাপ বাড়ে। বিশেষ করে ব্যাডমিন্টন খেলার সময় হাটুতে চাপ পড়ে বেশি। ব্যাথা শুরু হয়। ডাক্তারের কাছে গেলে ক্যালসিয়াম ট্যাবলেট আর দুধ খেতে বলে ক্রমাগত।

এবছর যেন ব্যাথা আগেই শুরু হল। একটু জোড়ে হাটতে গেলে কষ্ট হয়। ট্যাবলেট খাই, আধসের গরর দুধ খাই। তেমন কোন ফায়দা বোঝা যায় না।

এরই মধ্যে ব্যাথার জন্য রুকইয়া পোস্টটা দেখলাম। উৎসাহ নিয়ে ভাবলাম এই চিকিৎসাতো আমি নিজেই করতে পারি।

মনস্থির করে হাটুতে হাত রেখে ৩ বার পড়লাম "বিসমিল্লাহ"। এরপর ৭ বার পড়লাম "আউ'যু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শার্‌রি মা আজিদু ওয়া উহাযিরু" ।

নাহ! ব্যাথা কমে না। মেজাজ খারাপ হয়ে গেল।


যতক্ষন ব্যাথা না সারবে ততক্ষন পড়তে থাকব-নতুন করে মনস্থির করলাম। হাটুতে ধরে পড়তেই থাকলাম। কতবার পড়েছি বলতে পারব না। ধীরে ধীরে ব্যাথা কমে গেল। এখন ব্যাথা আর নেই। দু'দিন ব্যাডমিনটনও খেললাম। আলহামদুলিল্লাহ! সুস্থ আছি।

প্রায়ই এমন কথা বলতে শুনি "এই আমল করেছি ঐটা হয় নি", "ঐ আমল করেছি আমার এই কাজটা হয়নি" -তাদের জন্য মেসেজ হল যতক্ষন না হবে ততক্ষন আমল করে যেতে হবে। আল্লাহ চাইলে প্রতিদান অবশ্যই পাওয়া যাবে।