অমুসলিম হলে কি রুকইয়াহ করতে পারবে? কিভাবে করবে?

জ্বি, রুকইয়াহ সবাই করতে পারবে। মুসলিম/অমুসলিম কোনো ভেদাভেদ নেই এখানে। মুসলিমরা যেভাবে রুকইয়াহ করে, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-অন্যরাও সেভাবেই কর...

Search This Blog

Sunday, April 14, 2019

বাচ্চার রুকইয়াহ


ফ্যামিলি নিয়ে শহরে গিয়েছিলাম। কিছুটা ঘুরাঘুরি, কিছুটা কেনা-কাটা উদ্দেশ্য ছিল। হাবি-জাবি খাওয়া হয়েছে প্রচুর। ফেরার সময় যার প্রতিক্রিয়া দেখা গেল।

বাচ্চার পেটে ব্যাথা। একবার মার কোলে যায়,একবার আমার কোলে আসে। আর ঘ্যানর, ঘ্যানর কান্নাতো আছেই। মনে পড়ল ব্যথার রুকইয়াতো আমার জানাই আছে।

বাচ্চাকে কোলে নিলাম। পেটে হাত দিলাম। তিনবার পড়লাম বিসমিল্লাহ! এরপর ৭ বার পড়লাম "আউ'যু বিইয্‌যাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন্‌ শার্‌রি মা আজিদু ওয়া উহাজিরু" ।


সূরা ইখলাস, ফালাক্ব, নাস পড়ে ফুঁও দিলাম।

বাচ্চা আমার কোল থেকে মার কোলে চলে গেল। এরপর হড়হড় করে বমি করে দিল। আমাদের কাপড় নষ্ট হল ঠিকই। কিন্তু বাচ্চার পেটের ব্যাথা ভাল হয়ে গেল।

সুবহানাল্লাহ!
আলহামদুলিল্লাহ!