সেপ্টেম্বর মাস। প্রায় এক বছর ঘনিয়ে এল। গত বছরের সেপ্টেম্বরেই Ruqyah Support BD গ্রুপের সাথে যুক্ত হই। এই এক বছরে অনেক চড়াই উৎরাই পেড়োতে হয়েছে। অনেক কিছু শিখেছি, আবার অনেক কিছু শেখার বাকি। মানুষের অভিযোগও কম নয়।
আমি জানি না আমার লিস্টের কতজন রুকইয়াহ সম্পর্কে প্রাথমিক জ্ঞানটুকু রাখেন। তবে ধারনা করি ১০ শতাংশের বেশি হবে না তাদের সংখ্যা। তবে অভিযোগ করতে/সমালোচনা করতে জ্ঞান থাকা লাগে না। করলেই হল। কাজেই ভেবে দেখলাম অভিযোগের চারাগাছ বটগাছে রূপান্তরতি হবার আগেই কিছু কথা বলা যাক।
ও হ্যা, জবাব দেয়ার আগে অভিযোগগুলোর লিস্ট করা যাক। আমার যেগুলো মাথায় এসেছে সেগুলো লিখলাম। আপনাদের আরও কিছু থাকলে সেগুলো কমেন্ট করেন। ইনশাআল্লাহ আলোচনা করা হবে।
এই আলোচনা আমার নিজস্ব আলোচনা। গ্রুপের অন্য কারও সাথে এর সম্পর্ক নেই/দায় নেই। আমি ভুল কিছু বলে থাকলে সব দায় আমার। আল্লাহ আমাকে ইনসাফের সাথে বলার তৌফিক আমাকে দান করুন। সঠিক কথা বলার তৌফিক দান করুন। আমীন।
১। কবিরাজি করি
২। ব্যবসা করি/ টাকা পয়সা কামাই
৩। শুধু মেয়েদের পোস্টেই সমাধান দেয়া হয়, ছেলেদের পোস্ট দেখা যায় না
৪। সবকিছু রুকইয়াহ হলে ডাক্তারী চিকিৎসার কি কোন দরকার আছে?
৫। নামায-কালামের কথা বলি না
৬। অডিওর উপর জোর প্রদান করি
৭। অনেক বড় বড় বুজুর্গ তাবিজ দিত আর আমরা নিষেধ করি
৮। অনলাইনে না করে সরাসরি যা করার করা উচিত
৯। ডোনাল্ড ট্রাম্পকে কেন কেউ যাদু করে না?
১০। হক্কানী আলেম ওলামারাতো অনলাইনে সময় দেয় না। আমরা কেন অনলাইনে এসব ডীল করি?
১১। এই বিদ্যা আম পাব্লিকের জন্য নয়, খাস পাব্লিকের জন্য
১২। আমাদের ব্যবহার খারাপ
১৩। জরুরী পোস্ট রেখে আলতু ফালতু পোস্ট নিয়ে কথা বলি
১৪। এইগুলো ডীল করার মত বয়স হয় নি।
১৫। এডমিন/ ভলান্টিয়ারদের ভাব বেশি
১৬। কুরআন ধর্মগ্রন্থ, চিকিৎসাগ্রন্থ নয়।
১৭। পোস্ট এপ্রুভ করে না, পসা এডমিন
১৮। মিউট ও ব্যান প্রদান প্রসঙ্গ
১৯। স্বামী-স্ত্রী সংক্রান্ত পোস্টে শুধু মেয়েদের কি কি করতে হবে বলি। স্বামীরা কি কি করবে বলি না।
আপাতত আর কিছু মনে পড়ছে না। কারও মনে কিছু থাকলে কমেন্ট করবেন প্লীজ।