পবিত্র রমজান মাস সমাগত। যারা রুকইয়াহ করছেন তারা হয়ত একটু চিন্তায় পড়েছেন রমজানে মাসে এত কিছুর ফাঁকে রুকইয়াহ কখন করবেন, কিভাবে করবেন?
বরং রমজানে সময় বের করা সহজ। এই সময় ইবলিস থাকে শিকলবন্দি। বড় বড় শয়তানি তৎপরতা থাকে না। সময় নষ্ট করার প্রবনতা কম থাকে মানুষের। আর দুআ' কবুলের মাস হওয়াতে রুকইয়াহ ইন শা আল্লাহ তুলনামূলক বেশি ইফেক্টিভ হবে।
- তেলাওয়াত করা / অডিও শোনা
- রুকইয়াহর গোসল করা
- পড়া পানি খাওয়া
- পড়া তেল মালিশ করা
তেলাওয়াত যেকোন সময় করা যায়। একইভাবে অডিও যেকোন সময় শোনা যায়। কাজেই আপনার সুবিধামত এই দুইটি কাজ করবেন। তবে তেলাওয়াত করলে অথবা রুকইয়াহর রেকর্ডিং শুনলে যদি বমির উদ্রেগ হয় তাহলে ইফতারের পর তেলাওয়াত করা / রেকর্ডিং শোনাই নিরাপদ হবে। যদি বমি হয় তাহলে রোযার ক্ষতি হল না।
একই কথা গোসলের ক্ষেত্রেও। সুবিধামত সময়ে গোসল করতে পারবেন। কিন্তু যদি গোসলের পানি তৈরি করার সময় বা গোসল করাতে বমি আসতে চায় তাহলে ইফতারের পর করবেন। চাইলে একাধিকবারও গোসল করতে পারেন। দিনের বেলা করলেন একবার, আবার রাতে করলেন।
পানি ইফতারের সময়, রাতের খাবারের সময়, সেহেরির সময় খেতে পারেন। মোটকথা ইফতারের সময় থেকে সুবহে সাদিক পর্যন্ত যেকোন সময় পানিটা পান করবেন। একবার, দুইবার, যতবার ইচ্ছা।
তেল মালিশ যেকোন সময় করতে পারবেন। কোন অসুবিধা নেই ইন শা আল্লাহ।
রমজান মাসে বেশি বেশি দুআ' করবেন। আল্লাহর কাছ থেকে নিজের বিপদ/অসুস্থতা থেকে পরিত্রান চেয়ে নিবেন।
আল্লাহ তায়ালা এমন সুস্থতা দান করুন যার পর আর কোন অসুস্থতা বাকি না থাকে।