অমুসলিম হলে কি রুকইয়াহ করতে পারবে? কিভাবে করবে?

জ্বি, রুকইয়াহ সবাই করতে পারবে। মুসলিম/অমুসলিম কোনো ভেদাভেদ নেই এখানে। মুসলিমরা যেভাবে রুকইয়াহ করে, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-অন্যরাও সেভাবেই কর...

Search This Blog

Wednesday, December 30, 2020

যাদুর রুকইয়াহর আয়াতের তালিকা

যারা যাদুগ্রস্থ তারা এই আয়াতগুলো তেলাওয়াত করবেন। ইন শা আল্লাহ উপকারি হবে। 

 
ব্যবহারবিধিঃ
 
  • যদি আপনাকে এই পোস্টের লিংক দেয়া হয় তাহলে শুধু আয়াতগুলা তেলাওয়াত করবেন। (কোনো এডমিন যদি দেন আর কি। এই আয়াতগুলো তেলাওয়াতের পাশাপাশি অন্য যা করতে বলবে তাই করবেন।)
  • আর যদি আপনি নিজেই করতে চান এবং নিজেকে জাদুগ্রস্থ মনে করেন তাহলে এই আয়াতগুলো প্রতিদিন ১ ঘন্টা করে দুই বার পড়বেন সুবিধামত সময়ে। এরপর পানিতে ফু দিয়ে অর্ধেক পানি সকাল বিকাল খাবেন। আর বাকি অর্ধেক গোসলের পানিতে মিশিয়ে গোসল করবেন। সম্ভব হলে ৭ টা বরই পাতা বেটে গোসলের পানিতে মিশিয়ে নিবেন। যদি ঘরে সমস্যা মনে করেন তাহলে পড়া পানি ঘরেও ছিটাবেন। 
  • VVI লেখা আয়াতগুলো বেশি বেশি পড়বেন। 
 
তালিকাঃ
 
১। সুরা ফাতিহা (VVI)
২। সুরা বাকারা। আয়াত নং ১০২ (VVI)।
৩। সুরা আলে ইমরান। আয়াত নং ৫৪, ১১১, ১২০ ।
৪। সুরা নিসা। আয়াত নং ৪৫, ১২৬।
৫। সুরা আনআম। আয়াত নং ৭, ১৭ ।
৬। সুরা আরাফ। আয়াত নং ১০৪ থেকে ১২৬ (VVI), ১৩২, ১৩৯, ১৪৭ ।
৭। সুরা আনফাল। আয়াত নং ৩০।
৮। সুরা ইউনুস। আয়াত নং ২, ৭৬ থেকে ৮২ (VVI)
৯। সুরা হূদ। আয়াত নং ৭ ।
১০। সুরা হিজর। আয়াত নং ১৪, ১৫ ।
১১। সুরা নাহল। আয়াত নং ২৬, ৩৪, ৬৯ ।
১২। সুরা বনী ইস্রাঈল। আয়াত নং ৪৫, ৪৬, ৪৭, ৮১, ১০৫ ।
১৩। সুরা ত্বহা। আয়াত নং ৫৬ থেকে ৭৬ (VVI) ।
১৪। সুরা আম্বিয়া। আয়াত নং ১, ২, ৩, ১৮ ।
১৫। সুরা মু'মিনুন। আয়াত নং ৮৮, ৮৯ ।
১৬। সুরা ফুরকান । আয়াত নং ৭, ৮ ।
১৭। সুরা শু'আরা। আয়াত নং ৩৪ থেকে ৫১ (VVI), ১৫৩।
১৮। সুরা নামল। আয়াত নং ১৩, ৫০, ৫১ ।
১৯। সুরা কাসাস। আয়াত নং ৩৬, ৪৮ ।
২০। সুরা সাবা। ১২, ১৩, ২১ ।
২১। সুরা ফাতির। আয়াত নং ৪৩ ।
২২। সুরা সফফাত। আয়াত নং ৭, ৯৮ ।
২৩। সুরা ছোয়াদ। আয়াত নং ১, ২, ৩ ।
২৪। সুরা মু'মিন। আয়াত নং ২৩, ২৪, ৪৫, ৭৮ ।
২৫। সুরা যুখ্রুফ । আয়াত নং ৩০ ।
২৬। সুরা মুহাম্মাদ। আয়াত নং ১, ৯, ২৮, ৩২ ।
২৭। সুরা যারিয়াত। আয়াত নং ৫২ ।
২৮। সুরা ক্বামার। আয়াত নং ২ ।
২৯। সুরা মুদাসসির। আয়াত নং ২১ থেকে ২৪ ।
৩০। সুরা ফালাক (VVI)
৩১। সুরা নাস (VVI)
 
কোথাও কোন ভুল পাওয়া গেলে বলবেন প্লীজ। সংশোধন করে নিব ইন শা আল্লাহ।