কারা করবে?
.
যারা নিজেদের জাদু আক্রান্ত ভাবছেন অথবা কোনো এডমিন বলেছেন করতে।
.
.
তিনটি কাজ করতে হবে প্রতিদিনঃ
তেলাওয়াত করা অথবা অডিও শোনা
গোসল করা
পানি খাওয়া
.
কি কি তেলাওয়াত করতে হবে?
.
সুরা ফাতিহা
সুরা বাকারার ১০২, ২৫৫, ২৮৫, ২৮৬ আয়াত।
সুরা আরাফ ১১৭ থেকে ১২২ আয়াত।
সুরা ইউনুস ৮১, ৮২ আয়াত।
সুরা ত্বহা ৬৯ নং আয়াত।
সুরা ইখলাস
সুরা ফালাক
.
কতক্ষন পড়তে হবে?
.
সর্বনিম্ন ৪৫ মিনিট প্রতিদিন। যত বেশি পড়বেন তত ভাল।
.
তেলাওয়াত সহিহ না/তেলাওয়াত করতে পারবো না। কি কি অডিও শুনবো তাহলে?
.
নিচের লিংক থেকে সিহরের অডিও ( ৩ বা ৪ নং অডিও), আয়াতুল কুরসির অডিও ( ৬ নং অডিও) এবং তিনকুলের অডিও ( ৭ নং অডিও)। এর বাইরে চাইলে আপনি ১১, ২০ ইত্যাদি অডিও শুনতে পারেন।
.
.
কতক্ষন শুনবো?
.
কমপক্ষে ২ ঘন্টা প্রতিদিন। এরপর চাইলে সারাদিন শুনতে পারেন। অসুবিধা নেই।
.
পানি খাওয়া আর গোসলের নিয়মটা কি?
.
কয়েক লিটার পানি নিন। এরপর সুরা আরাফ ১১৭-১২২ আয়াত, সুরা ইউনুস ৮১-৮২ আয়াত, সুরা ত্বহা ৬৯ আয়াত, সুরা ইখলাস, ফালাক, নাস কয়েকবার (৩/৭/১০ বা আরও বেশি) পড়ে ফু দিন পানিতে। এই পানি সারাদিন খাবেন। আর গোসলের সময় হাফ গ্লাস পড়া পানি নিয়ে গোসলের পানিতে ঢেলে দিন। এরপর গোসল করুন স্বাভাবিকভাবে।
.
কতদিন করতে হবে?
.
সুস্থা না হওয়া পর্যন্ত।
.
আপনাদের জানাতে হবে করার পর?
.
জি, ১ মাস করে গ্রুপে পোস্ট দিয়ে জানাবেন। আমাদের যদি আরও কিছু বলার থাকে তাহলে তখন বলা হবে ইংশাআল্লাহ।
.
এটা করলে বিয়ে/বাচ্চা হবে?
.
না। যদি বিয়ে/বাচ্চা হবার ক্ষেত্রে কোনো বাধা থাকে তাহলে কেটে যাবে ইংশাআল্লাহ।
.
বিয়ে/বাচ্চার ব্যাপারে বাধা আছে কিনা কিভাবে বুঝবো?
.
(আসছে শীগ্রই ইংশা আল্লাহ)
.
বিয়ে/বাচ্চা হলেও কি রুকইয়াহ চালিয়ে যেতে হবে?
.
জি চালিয়ে যাওয়া উচিত। বন্ধ করার আগে এডমিন কারও পরামর্শ নিবেন।
No comments:
Post a Comment