অমুসলিম হলে কি রুকইয়াহ করতে পারবে? কিভাবে করবে?

জ্বি, রুকইয়াহ সবাই করতে পারবে। মুসলিম/অমুসলিম কোনো ভেদাভেদ নেই এখানে। মুসলিমরা যেভাবে রুকইয়াহ করে, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-অন্যরাও সেভাবেই কর...

Search This Blog

Wednesday, September 28, 2022

সিহরের রুকইয়াহ বা যেকোনো জাদু নষ্টের রুকইয়াহ

 

✅কারা করবে?
.
যারা নিজেদের জাদু আক্রান্ত ভাবছেন অথবা কোনো এডমিন বলেছেন করতে।
.
✅কি কি করতে হবে?
.
তিনটি কাজ করতে হবে প্রতিদিনঃ
🔹তেলাওয়াত করা অথবা অডিও শোনা
🔹গোসল করা
🔹পানি খাওয়া
.
✅কি কি তেলাওয়াত করতে হবে?
.
1️⃣সুরা ফাতিহা
2️⃣সুরা বাকারার ১০২, ২৫৫, ২৮৫, ২৮৬ আয়াত।
3️⃣সুরা আরাফ ১১৭ থেকে ১২২ আয়াত।
4️⃣সুরা ইউনুস ৮১, ৮২ আয়াত।
5️⃣সুরা ত্বহা ৬৯ নং আয়াত।
6️⃣সুরা ইখলাস
7️⃣সুরা ফালাক
8️⃣সুরা নাস
.
✅কতক্ষন পড়তে হবে?
.
সর্বনিম্ন ৪৫ মিনিট প্রতিদিন। যত বেশি পড়বেন তত ভাল।
.
✅তেলাওয়াত সহিহ না/তেলাওয়াত করতে পারবো না। কি কি অডিও শুনবো তাহলে?
.
নিচের লিংক থেকে সিহরের অডিও ( ৩ বা ৪ নং অডিও), আয়াতুল কুরসির অডিও ( ৬ নং অডিও) এবং তিনকুলের অডিও ( ৭ নং অডিও)। এর বাইরে চাইলে আপনি ১১, ২০ ইত্যাদি অডিও শুনতে পারেন।
.
.
✅কতক্ষন শুনবো?
.
কমপক্ষে ২ ঘন্টা প্রতিদিন। এরপর চাইলে সারাদিন শুনতে পারেন। অসুবিধা নেই।
.
✅পানি খাওয়া আর গোসলের নিয়মটা কি?
.
কয়েক লিটার পানি নিন। এরপর সুরা আরাফ ১১৭-১২২ আয়াত, সুরা ইউনুস ৮১-৮২ আয়াত, সুরা ত্বহা ৬৯ আয়াত, সুরা ইখলাস, ফালাক, নাস কয়েকবার (৩/৭/১০ বা আরও বেশি) পড়ে ফু দিন পানিতে। এই পানি সারাদিন খাবেন। আর গোসলের সময় হাফ গ্লাস পড়া পানি নিয়ে গোসলের পানিতে ঢেলে দিন। এরপর গোসল করুন স্বাভাবিকভাবে।
.
✅কতদিন করতে হবে?
.
সুস্থা না হওয়া পর্যন্ত।
.
✅আপনাদের জানাতে হবে করার পর?
.
জি, ১ মাস করে গ্রুপে পোস্ট দিয়ে জানাবেন। আমাদের যদি আরও কিছু বলার থাকে তাহলে তখন বলা হবে ইংশাআল্লাহ।
.
✅এটা করলে বিয়ে/বাচ্চা হবে?
.
না। যদি বিয়ে/বাচ্চা হবার ক্ষেত্রে কোনো বাধা থাকে তাহলে কেটে যাবে ইংশাআল্লাহ।
.
✅বিয়ে/বাচ্চার ব্যাপারে বাধা আছে কিনা কিভাবে বুঝবো?
.
(আসছে শীগ্রই ইংশা আল্লাহ)
.
✅বিয়ে/বাচ্চা হলেও কি রুকইয়াহ চালিয়ে যেতে হবে?
.
জি চালিয়ে যাওয়া উচিত। বন্ধ করার আগে এডমিন কারও পরামর্শ নিবেন।

No comments:

Post a Comment