অমুসলিম হলে কি রুকইয়াহ করতে পারবে? কিভাবে করবে?

জ্বি, রুকইয়াহ সবাই করতে পারবে। মুসলিম/অমুসলিম কোনো ভেদাভেদ নেই এখানে। মুসলিমরা যেভাবে রুকইয়াহ করে, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-অন্যরাও সেভাবেই কর...

Search This Blog

Sunday, April 14, 2019

অভিযোগ সিরিজ (ব্যবসা করি)

"প্রায় দেড় লাখ মেম্বার গ্রুপে। হাজার হাজার রোগী। না জানি কত টাকা এডমিনরা কামাই করে! প্রকাশ্য না চাইলে কি হবে, গোপনে তো শিউর চায়। ইনবক্সের খবর কি আমরা জানি? আইডি কোনদিন হ্যাক হলে দেখবেন কুকীর্তি সব ফাস হবে। ধর্মটারে এরা ব্যবসা বানায় ফেলছে, নির্ঘাত ধর্ম ব্যবসায়ী"

এই ধরনের চিন্তা করার লোকের গ্রুপে হয়ত অভাবই নাই। মানুষ দেখে কম, শুনে বেশি, বলে আরও বেশি। মুখের এবং চিন্তা-ভাবনার যেহেতু লাইসেন্স লাগে না সেহেতু যা খুশি বলতে/ভাবতে কোন দ্বিধা থাকার কথা নয়।

প্রমাণ দেন ভাই, প্রমাণ দেন। কারও কাছ থেকে কোন টাকা পয়সা চেয়েছি এমন প্রমাণ দেন। কারও থেকে নিয়েছি এমন প্রমাণ থাকলেও দেন। বরং আমি প্রমাণ দিতে পারব অফার করার পরেও টাকা নেয়া হয় নি। কারন টাকা আদান-প্রদানের সিস্টেমেই আমাদের নেই।

আমি দৃঢ় কন্ঠে বলতে পারি আমরা কোন ব্যবসা করি না। ইনবক্সে পরামর্শ দেয়া নিষেধ আমাদের জন্য। কাজেই উপরে ফিটফাট ভিতরের সদরঘাট টাইপ কোন অপবাদ যদি আমাদের কেউ দেয় সেটা তার উপরই বর্তাবে। আমরা এসব থেকে পবিত্র।

আলহামদুলিল্লাহ!