- দেয়ালে এটা কি লাগাইছেন?
-হজুর আয়াতুল কুরসী। সুন্দর না?
-জ্বি সুন্দর । তা আয়াতুল কুরসী দিনে কতবার পড়েন?
- হুজুর শরমের কথা আর কি বলব? একবারও পড়ি না/ আরবী পড়তে পারি না।
- আচ্ছা কোনদিন কি ভেবেছেন যে, কুরআন নাযিল হয়েছে কিজন্য? পড়ে আমল করার জন্য নাকি এভাবে সুন্দর করে সাজিয়ে দেয়ালে ঝুলানোর জন্য?
-এটা কি শুনাইলেন হুজুর? আমরাতো এত কিছু বুঝি না। অমুক হুজুরের বাসায় দেখলাম। ভাল লাগল তাই আমিও লাগাইলাম।
-- দেশটারে অর্ধেক নষ্ট করছেন আপনারা আর অর্ধেক নষ্ট করছে হুজুরগুলা...