অমুসলিম হলে কি রুকইয়াহ করতে পারবে? কিভাবে করবে?

জ্বি, রুকইয়াহ সবাই করতে পারবে। মুসলিম/অমুসলিম কোনো ভেদাভেদ নেই এখানে। মুসলিমরা যেভাবে রুকইয়াহ করে, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-অন্যরাও সেভাবেই কর...

Search This Blog

Sunday, April 14, 2019

অভিযোগ সিরিজ (মেয়েদের প্রতি পক্ষপাতমূলক আচরন করি)

"শুধু মেয়েদের পোস্টেই সমাধান দেয়া হয়, ছেলেদের পোস্ট দেখা যায় না"

এটাকে অভিযোগ বলা যায় না। এটা একধরনের অপবাদ, নোংরা অপবাদ। আমরা যে সব জায়গায় "যৌনতা" খুজে পাই তার একটা পারফেক্ট উদাহরণ।


গ্রুপে মেয়েদের পোস্ট বেশি এপ্রুভ হয় - কথা সত্য। কারন বেশিরভাগ পোস্ট মেয়েরাই দেয়। ছেলেদের পোস্ট এপ্রুভ হয় না, কারনে ছেলেদের পোস্টই কম। সিরিয়ালে যখন যেটা আসে, সেটাই এপ্রুভ হয়। তো ছেলেদের পোস্ট বাড়াতে কি করতে হবে? এডমিনরা ফেইক আইডি খুলে বানিয়ে বানিয়ে পোস্ট দিবে গ্রুপে? নাকি দুআ' করবে বেশি করে যেন বেশি বেশি ছেলে প্যারানরমাল সমস্যায় আক্রান্ত হয়?

এখন প্রশ্ন হতে পারে, মেয়েরা কেন এই ধরনের সমস্যা বেশি আক্রান্ত হয়? অনেক কারন হতে পারে। কয়েকটা লিখিঃ

১। মেয়েরা প্রকৃতিগতভাবে দুর্বল, ভীতু। কোন ছায়া দেখলে একটা মেয়ে যতটা ভয় পাবে, একটা ছেলে অত ভয় পায় না। বা পেলেও সামলে উঠতে পারে যেটা মেয়েরা খুব কমই পারে। (এটা একটা কমন কথা)

২। কার বাচ্চা কতটুকু খায়, কোন ভাবীর চুল সুন্দর, কাকে কতটুকু সুন্দর লাগছে - এই সব বিষয় মেয়েদের আগ্রহ/চিন্তা বেশি। নজরগত প্রবলেমের সূচনা হতে পারে।

৩। অভিভাবকের উদাসীনতার কারনেও সমস্যাগ্রস্থ হতে পারেন। যেসব ফ্যামিলি বাবা মা দ্বিনদার, ছোটবেলা থেকেই বাচ্চাদের দ্বিনদারিতে রাখেন সেখানে ঝামেলা কম। ছোটখাট হলে ছেলে সামলাতে পারলেও, মেয়েটি হয়ত পারে না।

৪। ছোট খাট সমস্যা ছেলেরা সাধারনত পাত্তা দেয় না। সব কিছুতেই প্যারানরমাল বিষয় খুজে না। জ্বিন জাতীয় সমস্যাকে যত গ্রুত্ব দেয়া হবে, যত ভয় পাবে তত জেকে বসবে।

৫। মানব সমাজে ছেলেরা মেয়েদের বিরক্ত করে। মেয়েরা ছেলেদের বিরক্ত করলেও সংখ্যায় কম। এখন যদি এটা নিয়ে প্রশ্ন তোলেন তাহলে কি উত্তর দিব? পুরুষ জিন মানব মেয়েদের প্রতি বেশি আকৃষ্ট হয়, সুযোগ নিতে চায়/নেয়, সমস্যা সৃষ্টি করে। নারী জিন মানব পুরুষের প্রতি আকৃষ্ট হলেও তার স্বভাবসুলভ লজ্জা-জড়তা কাজ করতে পারে। তারপরও একেবারেই যে করে না তা কিন্তু না, সংখ্যায় কম।

এবার পরামর্শ দেন কিভাবে গ্রুপে ছেলেদের পোস্ট বাড়ানো যায়। বেছে বেছ ছেলেদেরগুলো এপ্রুভ করে? আপনার বিবেক কি তাই বলে?

দুঃখিত, আমাদের বিবেক এমন কথা বলে না।