এই ব্যাপারে আমাদের সীমাবদ্ধতা আছে সেটা অস্বীকার করার সুযোগ নেই। তবে একেবারেই বলি না বা বলা হয় না এটা সত্য না। গ্রুপে যারা সময় দেন, যার গ্রুপের পোস্টগুলো দেখেন তাদের এমন কমেন্ট চোখে পড়ার কথা। নামায ও কুরআন তেলাওয়াতের কথা জিজ্ঞেস করি বা করতে বলি। ১০০ জনের মধ্যে ১০০ জন না হলেও ২০ জনকে অন্তত বলা হয়।
রুকইয়াহ এবং দাওয়াহ্ দুটো ভিন্ন টপিক হলেও রুকইয়াহর সাথে দ্বীনের দিকে ডাকা ওতপ্রোতভাবে জড়িত। যে কেউ আমাদের কাছে তার সমস্যা নিয়ে আসুক, তাকে দাওয়াহ দেয়ার একটা সুবর্ণ সুযোগ। সে রুকইয়াহ করুক বা না করুক দাওয়াহ পেয়ে সে যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারে সেটাই তার মুক্তির জন্য যথেষ্ঠ হবে ইনশাআল্লাহ।
অসুবিধা আর কিছু নয়, অসুবিধা হল আমাদের সীমাবদ্ধতা, সময়ের স্বল্পতা, লোকবলের স্বল্পতা। পাশাপাশি প্রয়োজন দাওয়াতি মেজাজের। শুধু রুকইয়াহ নিয়ে কাজ করতে যেয়েই আমরা ঠিকভাবে সামলাতে পারছি না। এরই সাথে দাওয়াহর কাজ করা শুধু একই লোকের পক্ষে কঠিন।
আমাদের কটাক্ষ/সমালোচনা না করে, আমাদের সহযোগিতা করুন। রুকইয়াহর পাশাপাশি দাওয়াহ নিয়ে আমাদের এডমিনদের মধ্যে প্রচুর আলোচনা হয়েছে। রুকইয়াহর পাশাপাশি বান্দাকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর রাস্তায় পরিচয় করিয়ে দেয়া, যে একটু পরিচিত তাকে একটু পুশ করে আরেকটু এগিয়ে দেয়া নিঃসন্দেহে অনেক বড় সওয়াবের কাজ।
আপনি এই কাজে আমাদের সহযোগীতা করুন। আমাদের সাথে যোগ দিন। রুকইয়াহ নিয়ে কিছু করা লাগবে না। শুধু দাওয়াহ দিবেন রোগীদের। উত্তম নাসিহাহ দিবেন।
আপনার আক্বীদাহ, আমল সহীহ থাকলে আজকেই আমাদের গ্রুপ লীডারের সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ তিনি কোন না কোন স্টেপ অবশ্যই নিবেন।
শুধু আমাদের সমালোচনা করে কারই কোন লাভ হবে না। আসেন আমাদের সাথে, যোগ দিন। আমিও চাই আপনি আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করুন।
আল্লাহ আমাকে সবার আগে তৌফিক দিন। এরপর বাকি যারা আছেন তাদেরও দিন। আমীন।