অমুসলিম হলে কি রুকইয়াহ করতে পারবে? কিভাবে করবে?

জ্বি, রুকইয়াহ সবাই করতে পারবে। মুসলিম/অমুসলিম কোনো ভেদাভেদ নেই এখানে। মুসলিমরা যেভাবে রুকইয়াহ করে, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-অন্যরাও সেভাবেই কর...

Search This Blog

Sunday, April 14, 2019

জ্বিনেরা মানুষকে ভয় পায়

ইবনে আবু দুনিয়া মুজাহিদ থেকে বর্ণনা করেন, "একরাতে আমি নামায পড়ছিলাম। তখন যুবকের মত এক ব্যক্তি আমার সামনে চলে এল হুট করে। তখন আমি তাকে ধরতে গেলাম। কিন্তু সে লাফ দিয়ে দেয়ালের অন্যদিকে চলে গেল। এরপর আর কখনও সে আমার সামনে আসেনি"।

এরপর মুজাহিদ বলেন,"তারা আমাদের ততটাই ভয় পায়, যতটা আমরা তাদের ভয় পাই। কাজেই তোমরা কেউ যদি তাদের দেখতে পাও তাহলে বুঝতে দিও না যে ভয় পেয়েছো। তারা যদি বুঝতে পারে তুমি ভয় পেয়েছো তাহলে তোমাকে আক্রমণ করবে। এরচেয়ে তুমি তাকে আক্রমণ কর তাহলে দেখতে তারা পালিয়ে যাবে।"


(অনূদিতঃ Protect Yourself from from the Jinn And Shaytan)