কোন মানুষকে কেন জিন আসর করে তা আগেই আলোচনা করা হয়েছে। জিনের আসর দুই ধরনের হতে পারে।
- আংশিক আসর
- পূর্ণ আসর
আংশিক আসরের ক্ষেত্রে জিন রোগীর কোন অঙ্গে ঢুকে পড়ে। ফলশ্রুতিতে সেই অঙ্গে ব্যথা হয়, ধীরে ধীরে অঙ্গ তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। আর যখন পূর্ণরূপে আসর করে তখন জিন মানুষের মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এতে করে সারা শরীরের উপর জিনের দখল হয়ে যায় এবং জিন যেভাবে খুশি সেভাবে রোগীকে নিয়ন্ত্রণ করে। আমাদের সমাজে এই ধরনের রোগীকেই আমরা জিনে আসর করা রোগী বলে থাকি।
পূর্ণ আসর হলেতো আর লক্ষন দেখার কিছু নেই। বোঝাই যায় জিনে আসর করেছে। তবে আংশিকভাবে আসর করেছে কিনা বোঝার জন্য নিচের লক্ষনগুলো পর্যালোচনা করা উচিত। জিনের আসরের লক্ষনগুলোকে আমি তিনভাবে সাজিয়েছি।
যখন রোগী জেগে থাকেঃ