রাকির (যিনি রোগিদের রুকইয়াহ করেন) কয়েকটি প্রকারঃ
১। শুধুই রাকিঃ এরা রোগিদের কোমড় শক্ত করার ট্রাই করেন। যেন রোগি নিজেই নিজের রুকইয়াহ করতে পারে। আল্লাহ তায়লার সাথে সম্পর্ক ভাল হয়। আল্লাহ তায়লার থেকে নিজের সুস্থতা চেয়ে নিতে পারে।
৩। তাবিজওয়ালা রাকিঃ এর ব্যাখ্যা দিতে হবে? দরকার আছে? নেই আশা করি।
৪। ফাইটার রাকিঃ উনাদের মারামারি করার খুব শখ। রোগী হোক বা জিন মাইর মিস নাই। সংগত কারনেই এরা ফাইটার রাকি।
৫। কোয়ান্টামওয়ালা রাকিঃ এদের কাজ হল কোয়ান্টাম মেথড আর রুকইয়াহ গুলে রোগিদের খাইয়ে দেয়া।
৬। ম্যাগনিফাইং গ্লাসওয়ালা রাকিঃ এরা জ্যোতিষিদের মত মুখ/হাত দেখেই অতিত, বর্তমান, ভবিষ্যতের কথা বলতে পারে।
৭। বাচাল ও জ্ঞানি রাকিঃ এরা জানে না এমন কোনো প্রশ্ন নেই। কে জাদু করেছে, কে জিন পাঠিয়েছে, কতগুলো জিন, কেমন জিন সবই এরা জানে।
(আরও মনে পড়লে যোগ করবো ইন শা আল্লাহ)
এদের থেকে আপনাকে বের করে নিতে হবে কার কাছে আপনি যাবেন। নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে আসল লোক চিনতে হবে। বাজার থেকে ড্রেস কেনার সময় যেমন খুটিয়ে দেখে কিনেন তার চেয়েও ভালভাবে খুটিয়ে দেখতে। আহমাদ রবীন ভাইয়ের কথায় দৌড় দিয়ে চলে যাবেন না।