জিন মানুষের কিভাবে ক্ষতি করে এবং কিভাবে সেই ক্ষতি কাটিয়ে উঠা যায় সেগুলো আলোচনার পূর্বে জিন নিয়ে সাধারন কিছু কথা জানা যাকঃ
১। জিনেরা আল্লাহ তায়ালার সৃষ্ট জিব। মানুষের মতই তাদের জন্ম, মৃত্যু রয়েছে।
২। জিনেরা মানুষকে দেখতে পায় কিন্তু মানুষ জিন দেখতে পায় না।
৩। তাদের বুদ্ধিমত্তা ও ভাল-মন্দ বাছাইয়ের স্বাধীনতা রয়েছে।
৪। জিনদের মধ্যে যারা আল্লাহর হুকুম মানবে তাদের জন্য পরকালে রয়েছে পুরস্কার এবং যারা আল্লাহর হুকুম অস্বীকার করবে তাদের জন্য থাকবে কঠোর শাস্তি।
৫। ধোয়াহীন আগুন থেকে জিনদের তৈরি করা হয়েছে।
৬। জিনেরা নিজেদের রূপ পরিবর্তনে সক্ষম। জিন যদি মানুষ বা অন্যকোন প্রানির রূপ ধারন করে তখন মানুষ জিন দেখতে পায়। মানুষ ছাড়া প্রানিকুলের মধ্যে কুকুর এবং গাধারা জিন দেখতে পায়।